Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুখালীতে আ.লীগের তৃণমূল কর্মী সম্মেলন

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালীতে গতকাল শনিবার আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত করণীয় বিষয়ে ফরিদপুর-১ আসনের (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) এলাকার বাংলাদেশ আ.লীগের এক তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আলতু খান জুট মিলস্ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও পান্না গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ লোকমান হোসেন খান, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, আ.লীগের উপজেলা সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, বাংলাদেশ ওয়ার্কার্স পাটির্র পলিটব্যুরোর সদস্য মনোজ সাহা, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফউদ্দিন তারা মিয়া, সাধারণ সম্পাদক নুরুল বাশার, বোয়ালমারী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান মৃধা পিকুল, জেলা পরিষদ সদস্য বিউটি বেগম, ইউপি চেয়ারম্যানদের মধ্যে মো. হাবিবুর রহমান, নাছির মো. সেলিম, আহাদুজ্জামান আহাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মধুখালী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু। সার্বিক সহযোগিতা করেন পান্না গ্রæপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ