Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

পুটখালি সীমান্তে শিশু ও মহিলাসহ আটক ১৮

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : অবৈধপথে ভারতে যাওয়ার সময় বেনাপোল পুটখালি সীমান্ত থেকে ৯ শিশু, ৬ নারী ও ৩ পুরুষসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি। আটক নারী-শিশুদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়ছে। ২১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আরিফুর রহমান জানান, শনিবার ভোররাতে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে সংঘবদ্ধ পাচারকারী চক্র বেশ কিছু নারী-শিশুকে ভারতে পাচার করছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঐ সীমান্তে অভিযান চালিয়ে ১৮ জন নারী-শিশু ও পুরুষকে আটক করে। আটককৃতদের বাড়ি নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তবে কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল থানায় মামলা হযেছে। সোপর্দ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ