Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:২৯ পিএম

রাঙামাটি জেলা সংবাদদাতা : সুন্দরবনবিনাসী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা কমিটি। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অনুপম বড়ুয়ার সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়নের সম্পাদক মিশু দে’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি আশিষ দাশগুপ্ত, সাবেক জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া, বাসদ (মাক্সবাদী) জেলার সভাপতি কলিম চাকমা, ছাত্র ফ্রন্ট শহর কমিটির আহ্বায়ক আশাধন চাকমা প্রমুখ।

রামপাল বিদ্যুৎ প্রকল্পকে সর্বনাশা প্রকল্প উল্লেখ করে বক্তারা বলেন, ভূমিগ্রাসী-বনগ্রাসী বাণিজ্যিক এ প্রকল্পের মাধ্যমে সরকার সুন্দরবন ধ্বংসের ষড়যন্ত্র করছে। কিন্তু এ সুন্দরবন ধ্বংস হলে মৎস্যজীবী-বনজীবীসহ ৩৫ লাখ মানুষ তাদের জীবিকা হারাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ