Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহসহ খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ৪:১৯ পিএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সহ খুলনা বিভাগের ১০ জেলায় রোববার থেকে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামির হোসেনের সাজা দেওয়া প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ জানান, শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত যশোর জেলার চাচড়া মোড়ে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নিজস্ব ভবনে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টা বৈঠক শেষে শ্রমিক নেতাদের সিদ্ধান্ত মোতাবেক রোববার সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মাগুরা, খুলনা, মেহেরপুরসহ খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘট চলাকালীন সময় এসব জেলায় সব ধরনের ইঞ্জিন চালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। এসময় সংগঠনের ১০ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, কয়েকদিন আগে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক জামির হোসেনকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়। এ রায়ের প্রতিবাদে ও জামির হোসেনের নি:শর্ত মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অবিলম্বে বাস চালক জামির হোসেনকে নি:শর্ত মুক্তি না দিলে এ পরিবহন ধর্মঘট চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ