বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : ভারতের শিশু শোধনাগাড়ে ১৭ মাস আটক থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৫ কিশোর।
আজ শনিবার দুপুরে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে সীমান্তের শূন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে এসব কিশোরদের হস্তান্তর করেন।
ফেরত আসা শিশু কিশোরদের তাদের অভিভাবকের হাতে তুলে দেয়া হবে বলে জানান হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। দেশে ফেরত আসা কিশোরদের বয়স ১২ থেকে ১৫ বছর এর মধ্যে।
হিলি ইমিগ্রেশনের অফিসার ইন-চার্জ আফতাব উদ্দিন জানান, এসব কিশোররা ২০১৫ সালে ঠাকুরগাঁও এর কাঁটাবাড়ি সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে তাদের উত্তর দিনাজপুর শিশু শোধনাগাড়ে পাঠানো হয়।
সেখানে ১৭ মাস আটক থাকার পর দু’দেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরত আসা কিশোররা হলো ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রহিপুর গ্রামের আজিজুল হকের ছেলে মসিউর-১৪, আমিনুলের ছেলে মামুন-১২, ইউনুসের ছেলে বাদল-১৪, গুল মোহাম্মদের ছেলে আজগর-১৫ এবং এই উপজেলার জামালপুর গ্রামের জামানের ছেলে সাগর-১৩।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।