বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মেহেরপুর জেলা সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলায় ছোট বোনের স্বামীর ছুরিকাঘাতে আহত জাহানারা খাতুন (৩২) মারা গেছেন।
আজ শনিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। জাহানারা উপজেলার গাড়াডোবা গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, আট বছর আগে উপজেলার শ্যামপুর গ্রামের সায়েত আলীর ছেলে আসাদুলের (৩৬) সঙ্গে গাড়াডোবা গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে বানুয়ারা বেগমের (৩০) বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে শিশুপুত্র মাসুদকে সঙ্গে নিয়ে দুই বছর আগে বাবার বাড়ি চলে আসেন বানুয়ারা। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান আসাদুল। সেখানে কথা-কাটাকাটির জের ধরে শ্যালিকা পারভিনা খাতুন, শ্যালক ইছহাক আলী, ইছহাকের স্ত্রী ফরিদা খাতুন ও স্ত্রীর বড় বোন জাহানারা খাতুনকে ছুরিকাঘাত করেন আসাদুল। এ সময় বানুয়ারা বাড়িতে ছিলেন না।
তিনি আরো জানান, স্থানীয়রা আসাদুলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আহত চারজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত অবস্থায় জাহানারাকে প্রথমে কুষ্টিয়া, পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে তিনি মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।