রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : জীবন সংগ্রামে খেটে খাওয়া মুদি দোকানি সাইফুল ইসলাম (২৮), পিতা-অলি আহমদ। বাড়ি লোহাগাড়া সদরের পুরাতন থানা গেইট এলাকায়। বাড়ির পাশেই লোহাগাড়া ইউনিয়ন পরিষদের সামনে একটি মুদি দোকান করতেন। দোকানেই রাত কাটাতেন। ২ বছর আগে দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গভীর রাতে দোকানের বাইরে কে বা কারা তালা লাগিয়ে দিয়ে গ্রিলের ফাঁক দিয়ে বাহির থেকে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দোকানে। এতে দোকানের মালামালসহ তার শরীরের বেশিরভাগই পুড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসায় ভাল হয়ে উঠলেও পোড়া শরীরের হাত দুটি পুড়ে কুচকে যায়। এখন দুটি হাতই অকেজো। ডাক্তার জানিয়েছেন, হাত দুটি অপরাশেন করে ভাল করা যাবে। অপারেশনে প্রায় ৫-৬ লাখ টাকা খরচ হবে। ছোট ৩ ভাই ও ২ বোনের সংসার চলে দিনমজুর বাবার উপার্জন দিয়ে। তাই এত টাকা দিয়ে অপারেশন করা অসহায় পরিবারটির পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসার অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সহায্য পাঠানোর ঠিকানা-
চেমন খাতুন
একাউন্ট নং-১৬০২২,
ইসলামী ব্যাংক, লোহাগাড়া শাখা,
চট্টগ্রাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।