Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনষ্ট হচ্ছে পরিবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ চরফ্যাশনে নিয়ন্ত্রণহীনভাবে তামাকপণ্য বিক্রি

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চরফ্যাশন (ভোলা) উপজেলা সংবাদদাতা : কোমলমতি কিশোর, তরুণ বৃদ্ধসহ সব বয়সের মানুষেরা ব্যবহার করছে তামাকপণ্য। নীতিমালা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানসহ যত্রতত্র ব্যবহার করে নোংরা ধোঁয়ায় চরফ্যাশনের পরিবেশ বিনষ্ট হচ্ছে। উপক‚লীয় এলাকা হিসেবে চরফ্যাশনে যত্রতত্র গড়ে উঠেছে এসব পণ্যের দোকান। দোকানিরা ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে নিরুৎসাহিত না করে এসব পণ্য বিক্রির জন্য আকৃষ্ট করছে। ফলে যুবসমাজ তামাকের কবলে পড়ে জনস্বাস্থ্যহীনতায় ভোগছে। এর ছোঁয়া থেকে সহসা রক্ষা করাও দিন দিন কঠিন হয়ে পড়ছে। জানা গেছে, তামাক বিক্রির নিয়ন্ত্রণে তামাকবিরোধী সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং যত্রতত্র সিগারেট ও তামাকজাত দ্রব্য কেন্দ্র বন্ধ করার সুপারিশ করছে। এ লক্ষ্যে সরকার গঠিত কমিটি টাস্কফোর্স ১০টি জেলার সব প্রতিষ্ঠানের ২০০ গজের মধ্যে সিগারেট বিক্রি বন্ধের নির্দেশ দিলেও আজও তার বাস্তবায়নের দেখা মেলেনি। এতে ভোলা জেলা তামাকের গন্ধে নোংরা পরিবেশ সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞ তামাকবিরোধীরা বলেছেন, যত্রতত্র তামাকজাত পণ্যের বিক্রি কমাতে লাইসেন্স বাধ্যতামূলক। তা না হলে জনস্বাস্থ্যকে রক্ষা করা সম্ভব হবে না। সম্প্রতি তামাকবিরোধী প্রতিষ্ঠান এইড ফাউন্ডেশনের এক জরিপে বলা হয়েছে, ৪০ শতাংশ তামাক দ্রব্য ব্যবহার করছে। ফলে প্রতি বছর ৫৭ হাজার মানুষ মারা যায়। ৩ লাখ ৮২ হাজার লোক পঙ্গুত্ববরণ করছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও বিনোদনের আশপাশের এলাকায় মুদিদোকান, খাবারের দোকান, রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে অনিয়ন্ত্রিতভাবে তামাকজাত পণ্য বিক্রি হচ্ছে। বিশেষ করে চরফ্যাশন উপজেলার উত্তর আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে আবুগঞ্জ বাজারে একাধিক তামাকজাত পণ্যের দোকান খুলে বসছে। চরফ্যাশন হাসপাতাল মেডিকেল অফিসার ডা. বিনয় কৃষ্ণ গোলদার, ডা. শাহিন আরা আহাম্মেদ বলেন, নারীরা তামাক ব্যবহারের ফলে সন্তান বিকলঙ্গ, তামাকের নিকোটিন লিভার ও ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এসব গ্রহণের ফলে কাশি শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ