Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাজিপুর থেকে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : অনুক‚ল পরিবেশের অভাবে ও নদ-নদী, জলাশয়গুলো শুকিয়ে যাওয়ায় হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির দেশীয় মাছ। ফলে প্রতি বছরে সিরাজগঞ্জের কাজিপুরে মোট চাহিদার ২৫ শতাংশ মাছের ঘাটতি থেকে যাচ্ছে। এলাকাগুলোতে অধিক পরিমাণে অভয়াশ্রম তৈরি করা গেলে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তারের পাশাপাশি ঘাটতি পূরণ করা সম্ভাব হবে। তথ্যানুসন্ধানে জানা যায়, ইতোমধ্যে খাল-বিল, নদী-নালা থেকে হারিয়ে গেছে বাইস, মাগুর, কৈ, শৈল, ফলই, খলিশা, বেলে, চান্দা, পাবদা, পুঁটি, টেংরা, কালবাউশ, আইড়, বাঁশপাতা, গুলশা, চেলা, টাকিসহ অসংখ্যা দেশীয় প্রজাতির মাছ। আবাসস্থল ও প্রজন্ন ক্ষেত্র সংকচিত এবং অনুক‚ল পরিবেশের অভাবে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির অনেক মাছ। ফলে হাটবাজারে দেশীয় মাছের আকাল হয়ে পড়েছে। এদিকে ইছামতি নদী শুকিয়ে যাওয়ায় এখন ইরি-বোরো ধান চাষ করা হচ্ছে। কাজিপুর উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন জানান, দেশীয় মাছ রক্ষার জন্য মৎস্য চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ