রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে দুুদু শেখ (৪০) নামে এক কৃষি কাজের শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী বিলেরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দুদু শেখ কুড়িগ্রাম জেলার বুরিঙ্গামারী উপজেলার মধ্যপাড়া শিঙ্গার গ্রামের আজাহার আলীর ছেলে। তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার ভোরে এলাকাবাসী পুষ্টকামুরী বিলের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির সঙ্গে একটি মোবাইল ফোন ও ন্যাশনাল আইডি কার্ড রয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, নিহত ব্যক্তি কৃষি কাজের শ্রমিক। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে খুন করা হয়ে থাকতে পারে। তবে কে কি কারণে খুন করেছে তা তদন্তের পর বলা যাবে বলে তিনি জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।