রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আবদুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরায় আটটি থানায় পুলিশ গত এক বছরে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করে ১০ হাজার ২৪৬ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক বছরে জেলার বিভিন্ন এলাকায় ৮টি থানার পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে। ৮টি থানার পুলিশ এক বছরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে নিয়মিত মামলায় ৩ হাজার ৮৮৬ জন, অন্যান্য মামলায় ১ হাজার ৩৫৫ জন, জিআর মামলায় ৫০জন, সিআর মামলায় ২ হাজার ৮৫৩ জন ও গ্রেফতারি পরোওয়ানা ২ হাজার ১০২ জন আসামিকে। একবছরে অস্ত্র উদ্ধার করা হয়েছে ৩টি বিদেশী পিস্তল, ৬টি রিভালবার, সাটারগ্যান ২টি, পাইপগান ২টি, দেশি বন্দুক ১টি, ৬৮ রাউন্ড গুলি, ১৪টি কার্তুজ ও ৯টি ককটেল। এ সময়ের মধ্যে প্রায় ১৩ হাজার বোতল ফেন্সিডিল, ১৯ কেজি গাঁজা, ৩ হাজার ১০পিচ ইয়াবা ট্যাবলেট, বিদেশী মদ ১৬৮ বোতল ও হেরোইন ৮ গ্রাম। উদ্ধার করা হয়েছে ১১৬ পিচ শাড়ি, ১০২ ও ৭৫৯ গ্রাম সোনা ও ভারতীয় ইনজেকশন ১২ হাজার পিচ। আটক করা হয়েছে ১০টি মোটরসাইকেল, ১টি ট্রাক, পিকআপ ১টি উদ্ধার করেছে। পুলিশ সুপার মো. আলতাফ হোসেন জানান, সাতক্ষীরায় আমি যোগদানের পর থেকে ব্যাপকভাবে জঙ্গি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। গত এক বছরে বিপুল পরিমাণ মাদক অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন মাদকের ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। সাতক্ষীরায় যাতে নতুন করে জঙ্গি উত্থান না হতে পারে পুলিশ সে ব্যাপারে তৎপর আছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।