Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ৫ দিনব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় নৃত্য কানন একাডেমীর আয়োজনে ৫ দিনব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র মুরতুজা সরকার মানিক। পৌর এলাকার সুজাপুর নৃত্য কানন একাডেমী চত্বরে ৫ দিনব্যাপী নৃত্য কর্মশালায় প্রধান অতিথি পৌর মেয়র মোঃ মুরতুজা সরকার মানিক বলেন, বিদেশী সংস্কৃতির গান ও নৃত্য আমাদের সংস্কৃতিতে এমনিভাবে বাসা বেঁধেছে, যার ফলশ্রæতিতে আমাদের দেশীয় সংস্কৃতি প্রায় হারাতে বসেছে। তাই ব্যক্তি উদ্যোগে দেশীয় সংস্কৃতির এই নৃত্য চর্চা যেন আমাদের সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকেই মনে করিয়ে দেয়। আর এই ধারা যেন অব্যাহত থাকে সেজন্য তিনি সকলের আন্তরিকতা কামনা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ময়েজ উদ্দিন মন্ডল, বাংলাদেশ টেলিভিশনের নৃত্য পরিচালক লিখন রায়, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, মোঃ হারুন-উর-রশীদ, সাধারণ সম্পাদক প্রভাষক আবু শহীদ নৃত্য প্রশিক্ষক জয়পুর হাট নুপুরের ছন্দে একাডেমীর রাজু শেখ, ফুলবাড়ী নৃত্য কানন একাডেমীর আহবায়ক হিরেন্দ্রনাথ বর্মন হিরু, সদস্য সচিব, পার্থ সরকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ