রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শাহরাস্তি (চাঁদপুর) উপজেলা সংবাদাদাতা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জনতার ঐক্য পরিষদের সমাবেশ স্থগিত করা হয়েছে। শাহরাস্তি পৌর সভা কর্তৃক অতিরিক্ত কর আরোপের প্রতিবাদে গতকাল শুক্রবার এ সামাবেশ হওয়ার কথা ছিলো। একই দিন একই স্থানে মাদক বিরোধী সমাবেশ ডাকা হয়। এ নিয়ে উপজেলার জনগণের মাঝে তোলপাড় সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে জনতার ঐক্য পরিষদের আহŸায়ক মোঃ বাবুল আকতার এক বিবৃতিতে বলেন, আমরা পৌরবাসির অধিকার আদায়ের জন্য সভা আহবান করি। ইতিমধ্যে আমরা জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। জনগণ আমাদের সাথে রয়েছে, চাঁদপুর, হাজীগঞ্জ, কচুয়াসহ বিভিন্ন পৌর সভায় কোনরূপ অতিরিক্ত কর আরোপ করা হয়নি। কি কারণে নাগরিক সেবা না দিয়ে আমাদের পৌরবাসির উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেয়া হলো তা আমরা জানতে চাই। আমরা পূর্বের নির্ধারিত হারে পৌর কর পরিষদ করতে চাই। তিনি আরো বলেন, শাহরাস্তি উপজেলা জনতার ঐক্য পরিষদ কোন রাজনৈতিক দলের নয়। তা সকল পৌর সবার নাগরিকদের সংগঠন। একটি মহল উক্ত সমাবেশ বন্ধ করতে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি তার নিন্দা জানাই। আমাদের দাবি মেনে নিলে পৌরবাসি উপকৃত হবে। আমরা জনগণের সাথে রয়েছি আগামীতে থাকবো। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানা হবে। তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষার মাসে জনগণকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারি না। তাই আমাদের এ কর্মসূচি স্থগিত করা হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।