Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোদায় সাংস্কৃতিক পরিষদের বার্ষিক আলোচনা সভা

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদের বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও সাংস্কৃতিক পরিষদের সদস্য আমির খরসু লাবলু, হারুন-অর-রশিদ, লিহাজ উদ্দীন মানিক, সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস ছালাম তারা, সুলতান আলম চৌধুরী ও আহসান হাবিব প্রমুখ। সভায় এক বছরের সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয় এবং উপজেলায় সাংস্কৃতিক অঙ্গনকে কিভাবে আরো গতিশিল করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

৩ দিনব্যাপী বারুনী স্নান মেলা
বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা শিবব্রত বারুনী মন্দির প্রাঙ্গনে ৩ দিনব্যাপী বারুনী মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার ফাল্গুর মাসের শিব চতুর্দশী তিথিতে সকাল হতে ধরধরা শ্রী শ্রী কালী শংকর শিবব্রত বারুনী মন্দিরে পুজা, গঙ্গা¯œান, রাত্রী জাগরণ, শ্রাদ্ধ প্রকরণ সহ ¯œান ঘাট ও মন্দির শুভ উদ্বোধন করেন ইউ’পি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ধরধরা শিবব্রত বারুনী মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীতেন্দ্র নাথ বর্মন বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ