রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজিপুরে চলতি ভরা মৌসুমে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে তিনটির মধ্যে দুটি ভাটায় প্রকাশ্যে কাঠ পোড়ানো হচ্ছে। ফলে ফসলের জমিসহ উজাড় হচ্ছে গ্রামাঞ্চলের বনজসম্পদ। পরিবেশ হচ্ছে বিপন্ন। উপজেলার ২টি ইউনিয়নে ৩টি ইটভাটা রয়েছে। তার মধ্যে সীমান্ত বাজার ও পারুলকান্দি এলাকায় ইটভাটার মধ্যে পরিবেশ অধিদফতরের নির্দেশনা অমান্য করে ভাটায় প্রকাশ্যে কাঠ পোড়ানো হচ্ছে বলে সরেজমিনে দেখা গেছে। এসব কাঠ গ্রামাঞ্চল থেকে অপরিপক্ব হাজার হাজার বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজসম্পদ কেটে ট্রাকে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। ফলে উজাড় হচ্ছে বনজসম্পদ। নষ্ট হচ্ছে পরিবেশ। ইটভাটার ধোঁয়ায় গ্রামাঞ্চলের ঘনবসতি, হাট-বাজার, স্কুল-কলেজ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি, চলতি মৌসুমে সবজি ক্ষেতসহ বিশেষ করে মানবদেহ মারাত্মক ক্ষতির সস্মুখীন হচ্ছে। পরিবেশ রক্ষায় সরকারি নির্দেশনা ইটভাটার মালিকরা তোয়াক্কা করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি নির্দেশনা রয়েছে, পরিবেশবান্ধব ইটভাটা তৈরি করতে হবে। এ নির্দেশনা মানা হচ্ছে না। কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল জানান, সীমান্ত বাজার ও পারুলকান্দি গ্রামে দুটি ইটের ভাটা এলাকায় কয়েকটি গ্রামের অধিকাংশ ফসলি জমির উপরের অংশের মাটি কাটার হিড়িক চলছে। ওই দুটি ইটভাটায় ইট তৈরির জন্য এ মাটি সববরাহ করা হচ্ছে। কৃষকের দরিদ্রতা ও অজ্ঞতাকে পুঁজি করে অর্থের লোভ দেখিয়ে আবাদি জমির মাটি কেটে নিচ্ছে। জমির প্রধান উপাদান নষ্ট হয়ে মাটি বদলে যাওয়ার সম্ভাবনার বিষয়টি জমির মালিক বা কৃষকরা বুঝতে পারছেন না। কৃষিবিদরা মনে করছেন, ভবিষ্যতের কথা ভেবে এখনি উচিত জমির মালিক বা কৃষকদের এ বিষয়ে সচেতন করা তোলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।