Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিজের ওপর পাহারাদার

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে মীরগঞ্জ বাজার সংলগ্ন তিস্তার শাখা নালার ওপর ডাকবাংলো ব্রিজের মাঝখানে ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। পথচারিদের নিরাপত্তা ব্যবস্থায় পৌর সভার পক্ষ হতে একজন কর্মচারিকে পাহারাদার নিয়োজিত রাখা হয়েছে। স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, আজ থেকে একশত বছর পূর্বে সুন্দরগঞ্জ-রংপুর সড়কের মীরগঞ্জ নালার উপর ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে অদ্যবধি ব্রিজটি সংস্কার, পুনঃ মেরামত করা হয়নি। যার কারণে দীর্ঘ ৫ বছর পূর্ব হতে ভারি যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এনিয়ে সড়ক ও জনপদ বিভাগ ব্রিজের দুপাশে সর্তকবাণির সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়া হয়েছে। এরপরও ভারি যানবাহন চলাচল বন্ধ হয়নি। গত এক আগে ব্রিজটির মাঝখানে ধসে যায়। এছাড়া ব্রিজটির র‌্যালিং, পিলার ও পলেস্টার ধসে এবং ভেঙে গেছে। এরপর থেকে ভারি যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। শুধুমাত্র রিক্সা, ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল, চলাচল করছে। সুন্দরগঞ্জ উপজেলার সব চেয়ে বড় হাট মীরগঞ্জ। প্রতিদিন হাজার-হাজার পথচারি ওই ব্রিজের ওপর দিয়ে চলাফেরা করে। মীরগঞ্জ বাজারে কমপক্ষে ১০০ জন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছে। রড, সিমেন্ট, ঢেউটিনসহ যাবতীয় ব্যবসা-প্রতিষ্ঠান মীরগঞ্জ হাটে। গত এক মাস থেকে ব্যবসায়িরা মালামাল বোঝাই ট্র্যাক ব্রিজের ওপর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নিতে পাচ্ছে না। যার কারণে সুন্দরগঞ্জ উপজেলা শহরে মাল আনলোড করে ভ্যান যোগে দোকানে নেয়া হচ্ছে। ব্যবসায়ী মতিয়ার রহমান জানান-ব্রিজটি ধসে যাওয়ায় মাল নিয়ে আসা-যাওয়া সম্ভব হচ্ছে না। অনেকেই ব্রিজের কারণেই আমাদের দোকানে মাল নিতে আসছে না। ব্রিজটি নির্মাণ করা অতিব জরুরি হয়ে পড়েছে। পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন জানান-আমি এলজিইডি সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন-খুব শীঘ্রই ব্রিজটি নির্মাণ জন্য টেন্ডার আহŸান করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে আমি পথচারিদের নিরাপত্তার জন্য পৌর সভার পক্ষ হতে একজন কর্মচারিকে ব্রিজের ওপরে নিয়োজিত করেছি। যাতে করে ভারি যানবাহন চলাচল না করে। উপজেলা প্রকৌশলী আবুল মুনছুর জানান-খুব শীঘ্রই ব্রিজটি নির্মাণের ব্যবস্থা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ