বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর সদর উপজেলায় একটি সিরামিক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানার কার্টনের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে জানান, কারখানার চারতলা ভবনের তৃতীয় তলার কার্টনের গুদামে আগুন লাগার পর প্রথমে কারখানার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নেভায়।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে গুদামে থাকা কার্টন পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।