Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে শাহ্ আবদুল করিম লোক উৎসব শুরু ৩ মার্চ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

প্রতি বছরের মতো এ বছরেও সুনামগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপী ‘অল টাইম শাহ্ আবদুল করিম লোক উৎসব-২০১৭’। প্রয়াত এ বাউল সম্রাটের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাউলের জন্মভূমি দিরাইয়ের উজানধলে আগামী ৩ মার্চ এই উৎসব শুরু হবে। শাহ্ আবদুল করিম পরিষদের আয়োজনে এ উৎসবের পৃষ্ঠপোষকতা করছে জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম। সহযোগিতায় থাকছে প্রাণ পটেটো ক্র্যাকার। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাউল শাহ আবদুল করিমের পুত্র শাহ্ নূর জালাল, অল টাইম-এর হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম, প্রাণ পটেটো ক্র্যাকার এর ব্র্যান্ড ম্যানেজার রাজিবুল ইসলাম লেনিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মনিরুল ইসলাম জানান, বাউল শাহ আবদুল করিমের কর্মকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আমরা এই উৎসবের সাথে সম্পৃক্ত হয়েছি। অনুষ্ঠান প্রসঙ্গে শাহ্ নূর জালাল জানান, মেলার প্রথম দিনে বাউল সম্রাটের জীবনী ও কর্ম নিয়ে আলোচনা ও গান পরিবেশন করবেন বিভিন্ন স্থান থেকে আগত অতিথি ও শিল্পীরা। এছাড়া সমাপনী দিনে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পীরাও সঙ্গীত পরিবশেন করবেন। উল্লেখ্য, বন্ধে মায়া লাগাইছে/পিরিতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, কেন পিরিতি বাড়াইলিরে বন্ধু’র মতো অসংখ্য কালজয়ী গানের স্রষ্ঠা শাহ আবদুল করিম। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি প্রায় দেড় সহস্রাধিক গান লিখেছেন। - প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনামগঞ্জ

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ