Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

গোপালগঞ্জে বালু তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : বালু তোলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের নকরিরচর গ্রামে সর্দার ও মল্লিক বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কবির সর্দার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।আজ সকাল পৌনে ৯টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকরিরচর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের বাবা প্রয়াত সবর সর্দার। আহত পাঁচজনের পরিচয় জানা যায়নি। তাঁদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নকরিরচর গ্রামে সর্দার ও মল্লিক বংশের মধ্যে আধিপত্য বিস্তার ও চরের জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার এ দুই পক্ষের মধ্যে খুনোখুনি হয়েছে। আজ সকাল ৮টার দিকে একটি জমির বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন সর্দার বংশের কবির সর্দার। পরে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ