বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মারামারির মামলায় হাজিরা দিতে এসেছিলেন ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের জিয়াউর রহমান। গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একজন পোশাকধারী ও ২/৩ জন সাদা পোশাকে পুলিশ তাকে ধরে গাড়ীতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বিভিন্ন থানা, গোয়েন্দা পুলিশের দপ্তরে খুঁজে তার সন্ধান পায়নি পরিবার-পরিজন। গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তার বড় ভাই আব্দুর রহিম সানা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জিয়াউর রহমান অত্যন্ত সাদাসিদে প্রকৃতির মানুষ। তার স্ত্রী ও একমাত্র সন্তানসহ আত্মীয়-স্বজন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছি। আশঙ্কা করছি, তাকে ফেরত পাবো কি না! যদি সে কোন অপরাধ করেই থাকে, তবে অবিলম্বে তাকে আইনের আওতায় প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।