Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে তথ্যমন্ত্রী- নতুন বেতার ও টিভি রিলেকেন্দ্র স্থাপন হবে

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশে নতুন বেতার ও টিভি রিলেকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি জানান, প্রস্তাবিত বাংলাদেশ বেতারের দেশব্যাপী এফএম সম্প্রসার প্রবর্তন শীর্ষক প্রকল্পের আওতায় জামালপুর, নোয়াখালী, হবিগঞ্জ, ভোলা ও কুষ্টিয়ায় পূর্ণাঙ্গ এফ.এম বেতার কেন্দ্র এবং নোয়াখালী জেলার হাতিয়া ও ভোলা জেলার চরফ্যাশনের এফ.এম বেতার প্রেরণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।  গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আঞ্চলিক সংস্কৃতি, শিক্ষা ও সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় দেশের ৫টি বিভাগীয় শহর রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুরে পূর্ণাঙ্গ টিভিকেন্দ্র স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ