বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত বাজার সংলগ্ন শিশু-কিশোর বিদ্যালয়ে একই এলাকার ভূমিদস্যুরা স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্কুলটির প্রতিষ্ঠাতা ক্ষিতীষ চন্দ্র দত্ত। তিনি বলেন, একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু উত্তম দত্ত, শয়ন দত্ত, নয়ন দত্ত, গৌরাঙ্গ দত্ত ও নারায়ন দত্ত। তিনি আরও জানান, আমি একজন মুক্তিযোদ্ধা। এই স্কুলটি অনেক কষ্ট করে প্রতিষ্ঠা করেছি।
এ বিষয়ে বোয়ালমারী থানায় মামলা করতে গেলে থানার কর্তৃপক্ষ মামলা নেয়নি বলেও জানান ক্ষিতীষ দত্ত। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শতাধিক ছাত্রছাত্রীরা মানববন্ধন করেন। শিশু-কিশোর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাদুরী রানী দত্ত জানান, ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১টার দিকে উত্তম বাহিনী তার সাঙ্গপাঙ্গ নিয়ে স্কুলটি ও স্কুলের জমি জোড়পূর্বক দখল করার জন্য প্রবেশ করে। এতে আমরা বাধা দিলে আমাকে’সহ আমার দু’জন সহকারী শিক্ষিকা শিউলী পারভীন ও মারিয়া খানমকে বেদর পিটিয়ে দ্রুত আহত করে। এই স্কুলটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এই দীর্ঘ ৮ বছর ধরে সুনামের সাথে ছাত্র ছাত্রীদের পাঠ দান করে আসছে। বর্তমানে স্কুলটির শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।