Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়েতে রাজি না হওয়ায় ধর্ষণ মামলা

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে বিয়ে করার চেষ্টায় ব্যর্থ হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে এক কলেজছাত্রী। জানা গেছে, ফেনীর সোনাগাজী উপজেলার মমতাজ মিয়ার বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখায় চাকরি করতো ওমর ফারুক মানিক নামে এক যুবক। সে ছাগলনাইয়া উপজেলার মটুয়া গ্রামের নুরুল হকের পুত্র। চাকরির সুবাদে মানিক সেখানকার নেয়ামতপুর গ্রামে থাকতো। এদিকে একই শাখায় চাকরি করার কারণে পরিচয় হয় ওই এলাকার মো. জাকির হোসেনের মেয়ে নাহিদা আক্তার প্রিয়ার সাথে। প্রিয়া গত ২০১৬ সালের ২১ জুন ব্যাংকের শাখাটির শুরু থেকে কর্মরত ছিল। অন্যদিকে একই সালের আগস্টে চাকরিতে যোগদান করে মানিক। মানিকের যোগদানের পর থেকে তার সাথে প্রেমের সম্পর্ক গড়তে চায় প্রিয়া। বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নিয়েও মানিকের সম্মতি না পেয়ে বেপরোয়া হয়ে উঠে সে। একপর্যায়ে  মানিককে ফাঁসানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়। ঘটনার দিন গত রোববার রাত ৮টার দিকে ব্যাংকের কিছু প্রয়োজনীয় কাগজপত্র দেয়ার কথা বলে প্রিয়া মানিককে তার জেঠাতো ভাই সেলিমের বাড়ির নির্জন কোণে নিয়ে যায়। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে নিজের কাপড়-চোপড় খুলে সে জোরপূর্বক মানিককে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। ফলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রিয়ার ভাড়াটে সন্ত্রাসী ও এলাকার উঠতি বয়সী যুবকরা ছুটে আসে। প্রিয়ার কবল থেকে মুক্ত হয়ে মানিক দৌঁড়ে পালাতে চাইলে বখাটে যুবকরা তাকে ধরে ফেলে। একপর্যায়ে তাকে স্থানীয় বাজারে নিয়ে এলে প্রশাসনের হস্তক্ষেপে থানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রিয়া বাদী হয়ে মানিকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে। এ বিষয়ে জানতে প্রিয়ার কাছে ফোন করা হলে সে উক্ত প্রতিবেদককে জানায়, ২ জনের সম্মতিতে তারা দৈহিক মিলনে রত হয়। কিন্তু এলাকার কিছু উঠতি বয়সী ছেলে তাকে সামাজিকভাবে কলঙ্কিত করতে সেখানে হামলা চালায়। এসময় সে বখাটেদের ভয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকের চাপে পড়ে সে মামলা করতে বাধ্য হয়েছে বলে জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ