Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিপক্ষের হামলায় আহত

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেন্দুয়া (নেত্রকোনা) উপজেলা সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা বাজারসংলগ্ন এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা চাঁন মিয়া ও তার ছেলে সুমন মিয়া আহত হয়েছেন। আহত ছেলে ও বাবা দু’জনই কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদিকে গত বুধবার সকালে সংঘটিত এ ঘটনার খবর পেয়েই কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সুমন মিয়া জানান, তাদের দখলীয় জমিতে জোরপূর্বক ইলিয়াস কাঞ্চন সুজন ও তার লোকজন মাটি কাটতে চাইলে তারা এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন ও তার লোকজন তাদের ওপর হামলা করলে তারা আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জানতে চাইলে অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা চাঁন মিয়া ও তার ছেলে আহত হলেও তারা এখন সুস্থ। জমিসংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ