রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেন্দুয়া (নেত্রকোনা) উপজেলা সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সান্দিকোনা বাজারসংলগ্ন এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা চাঁন মিয়া ও তার ছেলে সুমন মিয়া আহত হয়েছেন। আহত ছেলে ও বাবা দু’জনই কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদিকে গত বুধবার সকালে সংঘটিত এ ঘটনার খবর পেয়েই কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত সুমন মিয়া জানান, তাদের দখলীয় জমিতে জোরপূর্বক ইলিয়াস কাঞ্চন সুজন ও তার লোকজন মাটি কাটতে চাইলে তারা এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সুজন ও তার লোকজন তাদের ওপর হামলা করলে তারা আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জানতে চাইলে অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা চাঁন মিয়া ও তার ছেলে আহত হলেও তারা এখন সুস্থ। জমিসংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।