Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গান পাউডার উদ্ধার

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম


চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ৭ কেজি ২৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে একটি দল বুধবার রাত ১টার দিকে ওয়াহেদপুর সীমান্তের ১৩/৩ এস নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে শিবগঞ্জের শ্যামপুর গ্রামের একটি বাঁশ ঝাড়ে অবস্থান নেয়। এসময় ২/৩ জন চোরাকারবারি ব্যাগ নিয়ে ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ৭ কেজি ২৫০ গ্রাম গান পাউডার উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত গান পাউডার শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।
আগ্নেয়াস্ত্রসহ আটক
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইকবালপুর এলাকা থেকে বুধবার রাতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ লাল চাঁদ (২৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত লাল চাঁদ উপজেলার তারাপুর এলাকার সেন্টু মিয়ার ছেলে। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনাকষা সীমান্ত ফাঁড়ির হাবিলদার হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বুধবার রাত সাড়ে ৭টার দিকে ইকবালপুর মোড়ে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ২০ বোতল ফেনসিডিলসহ লাল চাঁদ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে তেলকুপি সীমান্ত ফাঁড়ির অপর একটি দল বুধবার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শাহবাজপুর ইউপির বিশ^াসটোলা এলাকায় একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ