রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে ফালু খন্দকার নামে এক বৃদ্ধকে ফাঁসাতে প্রকৃত ঘটনা ধামাচাপা দিয়ে পূর্ব শত্রুতার জেরে মিথ্যা যৌনপীড়নের মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার এগারসিন্দুর গ্রামের মৃত শাদত উল্লাহ খন্দকারের পুত্র সফির উদ্দিন খন্দকার ওরফে ফালু খন্দকার (৭০) একজন সহজ, সরল প্রকৃতির লোক। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার একটি পালিত কুকুর আছে। গত ৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে শিকলে বাঁধা কুকুরটিকে প্রতিদিনের ন্যায় খাবার দিয়েছিলেন। এ সময় পাশের বাড়ির আলামিনের প্রতিবন্ধী মেয়ে সাগুপ্তা মেহরিন প্রীতি (৯) দৌড়ে এসে কুকুরের পাশে বসে প্রস্রাব করতে থাকে। কুকুরটি মেয়েটিকে কামড় দিতে পারে এমন আশঙ্কায় ফালু খন্দকার মেয়েটিকে ধমক দিয়ে একটি চড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয়। এ সময় ফালু খন্দকারের বাড়ির লোকজনসহ পাশের এগারসিন্দুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঘটনাস্থলে উপস্থিত ছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিচার দেয়। মা আফরোজা সুলতানা ক্ষিপ্ত হয়ে ফালু খন্দকারের বাড়িতে গিয়ে তাদের অকথ্য ভাষায় গালাগাল করতে থাকলে উভয় পক্ষের মধ্যে কিছুটা তর্ক-বিকর্ত হয়। এর জের ধরে ফালু খন্দকার তার মেয়েকে যৌনপীড়ন করেছে বলে আফরোজা সুলতানা বাদী হয়ে গত ৮ ফেব্রুয়ারি পাকুন্দিয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। ফালু খন্দকার বর্তমানে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে ওই এলাকার সুজন, মোজাম্মেল, মিলনসহ অনেকেই বলেছেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিয়ে ফালু খন্দকারকে ফাঁসাতে এই মামলাটি করেছে মেয়েটির মা। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন বলেন, গুরুত্বের সাথে তদন্তের কাজ চলছে। মামলাটির সত্যতা প্রমাণিত না হলে ফাইনাল রিপোর্ট দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।