Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চৌদ্দগ্রামে মা সমাবেশ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : সন্তানদের ভবিষ্যৎ ও লেখাপড়ার স্বার্থে স্টার জলসা ও জি বাংলা না দেখার শপথ নিয়েছেন মায়েরা। ব্যতিক্রম ধর্মী এই শপথ নিয়েছেন গত বুধবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক মা সমাবেশে। বিদ্যালয়ের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার মনিরুল ইসলাম পাটোয়ারী, মমিনুর রহমান ফটিক, মাস্টার কামরুল হাসান, ইদ্রিস মিয়াজী, মাস্টার আবুল জলিল ও শিক্ষক মজিবুর রহমান বাবুল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান, শিক্ষক এরশাদ উল্লা, জিয়া উদ্দিন, তমিজ উদ্দিন, ফারুক আহমেদ, লোকমান হোসেনসহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে মেয়র মিজানুর রহমান পড়া-লেখার সময় মা-বোনদেরকে স্টার জলসা ও জি বাংলা না দেখার অনুরোধ করলে এ সময় আগত মায়েরা মেয়রের বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে আজ থেকে স্টার জলসা ও জি বাংলা না দেখার শপথ নেন।




 

Show all comments
  • Osman shanto ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১:৫২ এএম says : 0
    এগিয়ে যাওয়ার শফথ নিই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ