Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির দ্বি-বার্ষিক সভা

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) উপজেলা সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সাওঘাট পল্লী বিদ্যুৎ অফিসে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহমুদা আক্তার স্মৃতি, এলাকা পরিচালক মোজাম্মেল হক, গোলাম কিবরিয়া, আসমা বেগম,  মোগল হোসেন, আবু সিদ্দিক, পল্লী বিদ্যুতের জিএম মোহাম্মদ আলী হোসেন, ডিজিএম মনোয়ারুল ইসলাম ফিরোজী, মকবুল আলম, আসাদুজ্জামান ও এমদাদুল হক প্রমুখ।
দুই মাদক বিক্রেতা আটক
রূপগঞ্জে আ: হালিম ও আলম হোসেন নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার আরিয়াবো এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলোÑ আরিয়াবো এলাকার জালালের ছেলে হালিম ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে আলম হোসেন। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শামীম জানান, আ: হালিম ও আলম হোসেন দীর্ঘদিন আরিয়াবোসহ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিয়াবো এলাকা থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ