Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাট স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাট কাশিয়াবাড়ী শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার ঘোষিত স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১৭ শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বিদ্যালয়ের তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণি নিয়ে গঠিত স্টুডেস্ট কাউন্সিল  নির্বাচনে ৭টি পদে মোট  ১৭ জন প্রার্থী (ছাত্র/ছাত্রী) প্রতিদ্বন্দ্বিতা করে। টানা ভোট গ্রহণ শেষে বিকালে ফলাফল ঘোষণা করেন এলাকার বিদ্যা অনুরাগী ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম নবী ম-ল, এ নির্বাচনে পরিবেশ বন রক্ষণ, পুস্তক এবং শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রিয়া ও সাংস্কতিক, পানি সম্পদ, বৃক্ষ রোপণ বাগান তৈরি, উভ্যর্থনা ও আপ্যায়ন এ ৭টি পদে মোট ১৭ জন প্রার্থী (ছাত্র/ছাত্রী) প্রতিদ্বন্দ্বিতা করে ৭ জন প্রার্থী ব্যালটের মাধ্যমে নির্বাচন করে বিজয়ী হয়। নির্বাচিত প্রার্থীদের  আগামী এক সপ্তাহের মধ্যে সভা আহ্বান করে তাদের দপ্তর বন্টন করে দেয়া হবে। এ নির্বাচনে ১০০ জন ভোটার (ছাত্র/ছাত্রী) তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ৫ম শ্রেণির ছাত্র দাউদ ইব্রাহীম ও ছাত্রী ছাবিয়া বিনতে মোবাশিরা ভোট চলাকালে প্রত্যেকটি বুথে তদারকি ও সার্বিক সহযোগিতা করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগম, মুক্তি রানী পাল, ফাহিমা সুলতানা, ফেরদৌসি খানম ও লাইলা আরজুমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ