Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এমপি লিটন হত্যায় রানা গ্রেপ্তার

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ৪:২৬ পিএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার গাইবান্ধার পুলিশ সুপার আসরাফুল ইসলাম এক সাংবাদিক সম্মেলনে জানান, বুধবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আনোয়ারুল ইসলাম রানা (২৭) সুন্দরগঞ্জের ভেলারায় কালিরভিটা গ্রামের তমসের আলীর ছেলে।

লিটন হত্যায় রানা ‘সরাসরি অংশ’ নেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান এসপি।

তাকে ঢাকা থেকে গাইবান্ধায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার লিটন হত্যায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল কাদের খানকে তার বগুড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

‘কাদের খানের পরিকল্পনাতেই’ এমপি লিটনকে হত‌্যা করা হয় গ্রেপ্তারের পর সাংবাদিক সম্মেলনে জানায় পুলিশ।হত্যাকাণ্ডে অংশ নেওয়া রানা নামের আরেকজন পলাতক রয়েছে বলেও ওই সংবাদ সম্মেলনে জানানো হয়।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য লিটনকে গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলী অজ্ঞাত পরিচয় পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

ওই মামলায় পুলিশ কাদের খানসহ এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ