বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহ সদরের মধুহাটি ইউনিয়নের মহামায়া গ্রাম থেকে শুটারগান, গুলি সহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাত ১২ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল, মহামায়া গ্রামের ফজলুর রহমানের ছেলে ফারুক (২২), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে লিটন (২০) ও জামাত আলীর ছেলে রাশিদুল (২২)। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি দাউদ হোসেন জানান, বেশ কয়েকজন সন্ত্রাসী নাশকতার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের মহামায়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে বৈঠকরত অবস্থায় ওই গ্রামের পাকা রাস্তার পাশ থেকে ফারুক, লিটন ও রাশিদুলকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১ টি ওয়ার শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের সন্ত্রাসীমুলক কর্মকাণ্ড করে আসছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।