বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঢাকার ধামরাইয়ের আজ বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিক্তিতে
৬০ হাজার পিচ ইয়াবা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।
প্রায় ২কোটি টাকা মূল্যের মাদকের চালান জব্দ করতে পারলে ও এরসাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি ।
জানা গেছে, উপজেলার বড়চন্দ্রাইল দক্ষিণপাড়া এলাকায় ঈদগা রাস্তা দিয়ে মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিক্তিতে থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ রিজাউল হক থানার থানার পুলিশ পরিদর্শক(অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) মোহাম্মদ আবুল বাশার ,এস আই মাসুদুর রহমান,এস আই অপূর্ব দাস, এসআই, শাহীনুল ইসলাম, এসআই নাজমুল হককে নিয়ে রাতেই ওই এলাকায় ঘন্টাব্যাপি অভিযান চালায় । এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচাকারী তার বহনকারী গাড়ীটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ রাস্তার মধ্যে একটি কালো রংগের ব্যাগের মধ্যে স্কস্টেপ দিয়ে বাধানো ৩টি প্যাকেট উদ্ধার করে।
এসময় পুলিশ জানতে পারে মাদকের চালান একই ইউনিয়নের মাখুলিয়া গ্রামের এক প্রাক্তন মাষ্টারের বাড়ির ভাড়াটিয়া মশিউর রহমানের। পরে ওই বাড়ির মশিউর রহমানের রুমের ভেতর তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কস্টেপ দিয়ে বাধানো ৩টি প্যাকেট খোলার পর সেখানে প্রায় ৬০হাজার পিচ ইয়াবা পায়। এর আনুমানিক মূল্য প্রায় ২কোটি টাকা।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রিজাউর হক বলেন, ধামরাই থানায় এই প্রথম পুলিশের তৎপরতার জন্যই এতবড় ইয়াবার চালান ধরা পড়েছে। তবে এই চালানের সাথে যেই জড়িত থাকুক তারা অতি শীগ্রই ধরা পড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।