Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘মানব সম্পদ উন্নয়ন’ বিষয়ে সেমিনার

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আইএসপিআর : ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ‘মানব সম্পদ উন্নয়ন’ ভিশন ২০৪১ এর আলোকে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার বুধবার মিরপুর সেনানিবাসস্থ এনডিসিতে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে: জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সেমিনারের উদ্বোধন করেন।
ডঃ গওহর রিজভী প্রধান অতিথির ভাষণে বলেন, শিক্ষা ছাড়া কোন দেশ বা জাতি উন্নতি করতে পারেনি বা পারলেও তা টেকসই হয়নি। তবে টেকসই উন্নয়নের জন্য আমাদেরকে মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। তাছাড়া তিনি প্রশাসনিক সংস্কারের জন্য একটি প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি এর কর্মকর্তা কর্মচারীদের টেনিং, পদোন্নতির পদ্ধতি ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এনডিসির সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক সেমিনার সঞ্চালন করেন। সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক বুদ্ধিজীবি এবং দেশি-বিদেশী উচ্চপদসহ সামরিক -অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাছাড়া বন্ধুপ্রতিম ১২টি দেশের ২৯ জন উচ্চপদসহ সামরিক কর্মকর্তাসহ কলেজের ৮২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং ক্যাপস্টোন কোর্স ২০১৭ এর ২৮ জন ফেলোও উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ