Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চরমোনাই দরবার শরীফেরতিন দিনব্যাপী ওয়াজ মাহফিল কাল থেকে শুরু

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশালের ঐতিহাসিক চরমোনাই দরবার শরিফে ফাল্গুন মাসে তিন দিনব্যপী ওয়াজ মাহফিল শুরু হচ্ছে আগামীকাল। শুক্রবার থেকে তিন দিনের এ মাহফিলে অংশ গ্রহণের লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌপথে মুসুল্লীবৃন্দ ইতোমধ্যে চরমোনাই দরবার শরিফে সমবেত হতে শুরু করেছেন। পীর ছাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মধ্যে দিয়ে আগামীকাল এ মাহফিলের সূচনা হবে। তিনদিনের এ মাহফিলে দেশবরেন্য ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বয়ান করবেন। পীর ছাহেবও প্রতিদিন মাহফিলে সমবেত মুরিদান ও মুসুল্লীয়ানদের উদ্যেশ্যে ওয়াজ ও নসিহত করবেন।  সোমবার সকালে বাদ ফজর বিদায়ী বয়ান শেষে পীর ছাহেব চরমোনাই আখেরী মোনাজাত পরিচালনা করবেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ