Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইলমে শরীয়ত শিক্ষার পাশাপাশি মারেফতের শিক্ষা গ্রহণ করতে হবে -পীর ছাহেব, ফান্দাউক দরবার শরীফ

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের গদিনিশিন পীর ও বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর আলহাজ মাও: মুফতি শাহ সুফী সৈয়দ সালেহ আহমাদ মামুন বলেছেন, ইলমে শরীয়ত শিক্ষার পাশাপাশি ইলমে মারিফতের শিক্ষা লাভ করতে হবে। শুধু ওয়াজ-নসিহত শুনলেই চলবে না, আমলের মাধ্যমে বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে হবে। হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। হারাম বর্জন করতে হবে। সুদ-ঘোষমুক্ত সমাজ গড়তে হবে। কালেমা, নামায, রোজা, হজ, যাকাতসহ সকল ইবাদত-বন্দেগী একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই হতে হবে।  
তিনি বলেন, সত্যিকারের আল্লাহর খাঁটিবান্দা হতে হলে শরীয়তের পাশাপাশি মারিফতে এলেম লাভ করতে হবে। আর এই মারিফতে এলেম অর্জনের জন্য কামেল পীরের সাহচার্য করা প্রয়োজন। কামেল পীরের সঙ্গ লাভ ছাড়া মারিফতের এলেম অর্জন করা সম্ভব নয়। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওলি-আউলিয়ারা মাঠে-ময়দানে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি গত ২১ ফেব্রুয়ারি মাধবপুর উপজেলাধীন বেলঘর সাহেব বাড়ী মাজার প্রাঙ্গণে আয়োজিত এক বিরাট ইছালে ছাওয়াব মাহফিলে সভাপতির বয়ানদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলের আহ্বায়ক সৈয়দ মোঃ রফিকুল ইসলাম বালু মিয়ার তত্ত্বাবধানে ওয়াজ করেন, মুফতি সৈয়দ আমিনুল ইসলাম নূরী আল ক্বাদরী, ফান্দাউক দরবার শরীফের খাদেম মাওঃ ক্বারী  সৈয়দ মোশাহিদ হোসাইন, আলহাজ মাওঃ ইব্রাহিম সিদ্দিকী, মাওঃ মোস্তাক আহমেদ, মাওঃ হাফেজ সৈয়দ মুখলেছুর রহমান, উপস্থিত ছিলেন সৈয়দ মোয্যাম্মিল হক ইমন, সৈয়দ সাইদুল  হোসাইন, মোঃ আব্দুর রউফ, সৈয়দ সাফিউল আলম দিনার, মাওঃ সৈয়দ মফিজুল ইসলাম, সৈয়দ দরবেশ, সৈয়দ সাইফুল ইসলাম, সৈয়দ রুম্মান, সৈয়দ ওয়াকিউল আলম, খেলু মিয়া সৈয়দ শুভন, হাফেজ রায়হান, সৈয়দ টুটল, মোঃ আসকির মিয়া,  মাধবপুর প্রেসকøাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা কে এম শামছুল হক আল মামুন প্রমুখ। পরে দেশের মঙ্গল ও মুসলিম বিশ্বের শান্তি-ঐক্য কামনা করে মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ