Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ইত্তেফাকুলার উলামার মহাসচিব মাওলানা মানসুরুল হকের জানাজায় হাজারো মুসল্লির ঢল

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ আঞ্চলিক অফিস : বৃহত্তর ময়মনসিংহের আলেম-উলামাদের অরাজনৈতিক সংগঠন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মহাসচিব ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট আলেম মাওলানা মানসুরুল হক খানের নামাজে জানাজায় হাজারো মুসল্লির ঢল নেমেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ সদর উপজেলার মাইজবাড়ীস্থ ১ নং স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য আলেম-উলামাসহ হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে নামাজে জানাজায় ইমামতি করেন মরহুম মনসুরুল হক খানের বড় ছেলে জেলা খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মুহাদ্দিস মাওলানা মানাজির আহসান খান তাফসির।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবুর রহমান, ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় মজলিসে শূরার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফিজ্জি, ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় মজলিসে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ্, যুগ্ম মহাসচিব মুফতি তৈয়ব হৈাসাইন, ময়মনসিংহ জেলা বিএনপিসাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আকন্দ, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি আবদুল করিম, জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের খান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রটারি জেনারেল ইলিয়াছ আহমদ, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মনির হোসাইন, গাজীপুর মহানগরীর সভাপতি মো: রমজান আলী, খেলাফত মজলিসের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান আকন্দ, খেলাফত মজলিসের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক অ্রাডভোকেট রফিকুল ইসলাম, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুমের প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, ইমাম ও খতিব মাওলানা ফজলুল হক, ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ জেলা সভাপতি মুফতি মাহবুব উল্লাহ্, খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্, শেরপুরের মাওলানা ছিদ্দিক আহমদ, জামালপুরের মাওলানা আমানুল্লাহ্ কাসেমী, মুফতি আহম্মদ আলী, মাওলানা শহীদুল্লাহ্ সরকার, প্রভাষক মুহিব্বুল্লাহ, মাওলানা হোসাইন আহাম্মদ জোবায়ের, মাওলানা জোবায়ের আহাম্মদ আজাদ, ছাত্রনেতা নাজমুস সাকিব প্রমুখ



 

Show all comments
  • সুফিয়ান ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১:০৯ পিএম says : 0
    আল্লাহ তাকে জান্নাতবাসী করুক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ