Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষা শহীদদের জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : ভাষা শহীদ আবদুল জব্বারের ছেলে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদলের হাতে সম্মাননা তুলে দিয়েছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শঙ্কর কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এই সম্মানা তুলে দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন (বাদল) ও পৌর মেয়র ইকবাল হোসেন সুমন। ভাষা শহীদ আবদুল জব্বারের জন্মস্থান জব্বারনগরে (সাবেক নাম পাঁচুয়া) গ্রামের বাড়িতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শঙ্কর কুন্ডু জানান, বিগত কয়েক বছর ধরে ভাষা শহীদ আবদুল জব্বারের জন্মস্থানে চাকরি করে সকলের সহযোগিতা পেয়েছি ও নিজেকে গর্বিত মনে করছি। প্রতি বছর সরকারি মূল কর্মসূচি ভাষা শহীদ আবদুল জব্বারের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এবারও ভালোভাবে অনুষ্ঠান করতে পেরেছি। আলোচনা সভায় প্রধান অতিথি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, ভাষা শহীদ পরিবারের জন্য সরকার নানা ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়ির প্রধান সড়কের সংস্কারের কাজ ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়ে গেছে । সড়ক সংস্কারের জন্য এলজিইডি ৩৫লাখ টাকা বরাদ্ধ দিয়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে সড়কের উন্নয়নের কাজ পুরোদমে চলছে। গত বছর থেকে গফরগাঁও ডাকবাংলোর সবুজ চত্বরে খালি জায়গায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৫শ’ আসনবিশিষ্ট অত্যাধুনিক অডিটরিয়াম। চলতি বছরের মধ্যে নির্মাণকাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ