Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এজেন্সি মালিকদের অভিযোগ ৫০ হাজার যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ঃ হজ কেলেঙ্কারীর কারণে গত বছর প্রায় ৩৮ হাজার যাত্রী হজে যেতে পারেনি। হজে যেতে না পারা ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে গত ১৯ ফেব্রæয়ারি থেকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হলেও হজ নীতিমালা লঙ্ঘন করে নতুন প্রজ্ঞাপন জারির কারণে ৫০ হাজার হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে ২০১৭ সালের হজ যাত্রীদের সুষ্ঠু প্রাক নিবন্ধনের দাবিতে বিক্ষুব্ধ হজ এজেন্সির মালিকদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটাব চট্টগ্রাম অঞ্চলের চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত দুই বছর দেশে হজ নিয়ে যে কেলেঙ্কারী শুরু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এতে অনেক হজ এজেন্সি মালিক লাঞ্ছিত হয়েছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম কার্যকর করার কথা থাকলেও কোনো কালো হাতের ইশারায় এখনও এ নির্দেশনা বাস্তবতার মুখ দেখেনি। সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হজযাত্রী কল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচ এম মুজিবুল হক শুক্কুর, আটাব চট্টগ্রাম জোনের সচিব শরিয়ত উল্লাহ শহিদ, হাব চট্টগ্রাম জোনাল সদস্য আবদুল করিম, মোহাম্মদ মোরশেদুল আলম, আটাব সদস্য নেজাম উদ্দীন, জুলফিকার মোহাম্মদ সোহারাব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ