Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জের কোচা শহরে ডাকাত দলের হানা স্বর্ণালঙ্কার অর্থসহ ১০ লক্ষ টাকার মালামাল লুট

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের শাহপুর গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের পাশে হোশিয়ারী ব্যবসায়ী শাহ আলম মুন্সির দ্বিতল বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই বাড়ির মালিকসহ দুই ভাড়াটিয়ার নগদ সাড়ে ৩ লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
বাড়ির মালিক শাহ আলম মুন্সি জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো তারা রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার সময় ১০/১৫ জনের একদল মুখোশধারী লোক তাদের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে বাড়ির দ্বিতীয় তলায় বাড়ির মালিকের শয়নকক্ষে প্রবেশ করে তাকে এবং তার ২ ছেলে জুয়েল ও আতিকুরকে হাত-পা বেঁধে বেদম মারপিট করে নগদ ২ লক্ষ ৭ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন লুট করে নেয়। এরপর মুখোশধারীরা বাড়ির নিচ তলার ভাড়াটিয়া স্থানীয় ব্র্যাক অফিসের হিসাব সহকারী শাজাহান আলীর শয়ন কক্ষে প্রবেশ করে তার হাত-পা বেঁধে মারপিট করে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল ফোন লুট করে নেয়। এরপর একই কায়দায় অপর ভাড়াটিয়া গ্রামীণ ব্যাংক-এর লোন অফিসার ছানাউল্যা’র শয়ন কক্ষে প্রবেশ করে তার অনুপস্থিতিতে নগদ ৩০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুব্রত কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এটি আসলে চুরির ঘটনা এবং চুরির মামলাই হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ