Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর-২ আসনে আগামী সংসদ নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করতে হবে

তৃণমূল আ.লীগের নেতাকর্মীদের দাবি

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর জেলার নগরকান্দা ও সালথা উপজেলার আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের দাবি আগামী সংসদ নির্বাচনের (২০১৯)-এর জন্য ফরিদপুর-২ আসন (নগরকান্দা-সালথা) নির্বাচনে কোন নেতাকে মনোনয়ন দেয়া হবে তা তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে গোপন ব্যালোটের মাধ্যমে নির্ধারণ করা হোক। বর্তমানে নগরকান্দা সালথা আসনের নির্বাচনী এলাকার সাধারণ জনগণ একনেতার অত্যাচারে অতিষ্ঠ। দলীয় নেতাকর্মীদের কোনো মূল্যায়ন নেই। হাইব্রিড নেতাকমীরা দায়িত্বপ্রাপ্ত নেতাকে ভুল বুঝিয়ে নিজ দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। শোনা যাচ্ছে, ওই নেতাকেই আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হবে। যদি ওই ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয় সেক্ষেত্রে ১৯৯৬ সালের মতোই নিশ্চিত পরাজয়।
স্থানীয় একাধিক ভালো ভালো নেতা রয়েছেন। মামলা ও নির্যাতনের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে দুই উপজেলার শতাধিক তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা জানান, আমরা মামলা নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি দীর্ঘ বছর ধরে, আওয়ামী লীগ করে কিছুই পেলাম না, আর হাইব্রিড নেতারা অন্য দল থেকে এসেই মনোনয়ন পেয়ে বিভিন্ন কর্মসূচির যেমন টিআর, কাবিখা ইত্যাদি সুযোগ ভোগ করছে। আর আমরা আওয়ামী লীগ করে বাড়িঘর ছেড়ে ফরিদপুর শহরে মামলা-হামলার ভয়ে আশ্রয় নিয়েছি। নিজ এলাকায় ঢুকতে পারছি না। আমাদের অপরাধ আমরা আওয়ামী লীগ করি। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। তাই ওই নেতার এ ধরনের অত্যাচার-নির্যাতনের কারণে নেতাকর্মীরা হতাশ। এই নেতাকে যদি আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন না দেয়া হয় সেজন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা ও আমাদের অত্যাচার-নির্যাতন বন্ধ করার জন্য এই দাবি জানাচ্ছি। নির্যাতিত নেতাকর্মীরা নগরকান্দা ও সালথার প্রবীণ দুই নেতার নামও উল্লেখ করেন। এদের মধ্যে থেকে যে কাউকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়া হোক। এদের মধ্যে রয়েছেন সাবেক সচিব খন্দকার ফজলুর রহমান ও সাবেক সেনা কর্মকর্তা মেজর অব: আতম হালিম। এ দুজনের যে কোনো একজনকে মনোনয়ন দিলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা স্বত:স্ফূর্তভাবে দলের জন্য ভোট চাইতে পারবো।



 

Show all comments
  • মোঃ মামুন ২৩ নভেম্বর, ২০১৮, ৮:২৯ পিএম says : 0
    আয়মন আকবার বাবলুকে চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ