Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারেক মাসুদ-মিশুক মুনীরসহ ৫ জনের ঘাতক বাসচালকের যাবজ্জীবন

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মানিকগঞ্জ থেকে জেলা সংবাদদাতা : মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের সিইও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে একমাত্র আসামি ঘাতক বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদ- ও অর্থদ-ের নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। আইনি দীর্ঘসূত্রতায় সাড়ে ৫ বছর পর চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হলো। সাজাপ্রাপ্ত বাসচালকের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াল স্কুলপাড়া।
বিজ্ঞ বিচারক আল মাহ্মুদ ফায়জুল কবীর গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে ৫৫ পৃষ্ঠার উল্লেখিত রায় ঘোষণা করেন। রায়ে একমাত্র আসামি ঘাতক বাসচালক মো: জামির হোসেনকে ৩০৪ ধারায় যাবজ্জীবন কারাদ-সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ এবং ৪২৭ ধারায় ২ বছরের জেল ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদ-াদেশ প্রদান করেন। রায়ে আসামির জামিন বাতিল করে সাজা পরোয়ানাসহ তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
প্রায় সাড়ে ৫ বছর আগে বর্ষণমুখর দিনে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন। এ সময় আহত হন তারেক মাসুদের সহধর্মিণী ক্যাটরিনা মাসুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঢালী আল মামুনসহ ৩ জন। আইনের দীর্ঘসূত্রতায় দীর্ঘ ৫ বছর ৬ মাস ৯ দিন পর আসামির উপস্থিতিতে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহ্মুদ ফায়জুল কবীর এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদিপক্ষ। অপরদিকে রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষ ন্যায়বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।
গত ১৯ ফেব্রুয়ারি বাদি ও বিবাদি উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই তারিখ ধার্য করেছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহ্মুদ ফাইজুল কবির। বাদি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার খান খালিদ আদনান ও এপিপি আফসারুল আমীন এবং বিবাদি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মাধব সাহা।



 

Show all comments
  • MD Haque ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৫২ পিএম says : 0
    এটা যদি তারেক মাসুদ আর মিশুক মুনির না হতো তাহলে কি আর এমন বিচার হতো??? কখখনো না। এজন্যই বলা হয় টাকা যার, বিচার তার।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ