প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত শুক্রবার বলিউডে নির্মিত ‘দ্য গাজি অ্যাটাক’, ‘রানিংশাদি.কম’, ‘ইরাদা’ এবং ‘চৌহার’ চলচ্চিত্র চারটি মুক্তি পাবার কথা ছিল। শেষ পর্যন্ত প্রথম তিনটি ফিল্ম মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথমটিই যা কিছু আয় করতে পেরেছে। বাকি দুটির অবস্থা সঙ্গিন।
বাস্তব ঘটনা ভিত্তিক ওয়ার-অ্যাকশন ফিল্ম ‘দ্য গাজি অ্যাটাক চলচ্চিত্রটি পরিচালনা করেছেন করণ সংকল্প রেড্ডি। অভিনয় করেছেন রানা দাগ্গুবাটি, তাপসী পান্নু, কে কে মেনন, অতুল কুলকার্নি, ওম পুরি, নাসের, মিলিন্দ গুনাজি, বিক্রমজিত কানোয়ারপাল এবং রাহুল সিং; কথক হিসেবে আছেন অমিতাভ বচ্চন। শুক্রবার ফিল্মটি আয় করেছে ১.৬৫ কোটি রুপি। শনিবারের আয় ২.২৫ কোটি রুপি। রবিবারের ২.৮০ কোটি রুপি নিয়ে ফিল্মটি সপ্তাহান্তে আয় করেছে ৬.৭ কোটি রুপি। সোমবার ফিল্মটির আয় ১.৫৫ কোটি রুপি।
রোমান্টিক কমেডি ফিল্ম ‘রানিংশাদি.কম’ পরিচালনা করেছেন অমিত রায়ের। এতে অভিনয় করেছেন তাপসী পান্নু, অমিত সাধ এবং আরশ বাজোয়া। ফিল্মটি বছর খানের আগে মুক্তি পাবার কথা ছিল। সপ্তাহান্ত পর্যন্ত চলচ্চিত্রটি আয় করেছে এক কোটি রুপির কমবেশি। বিশেষজ্ঞ মতে আগে মুক্তি পেলে এটি এমন বিপর্যয়ের মুখে পড়ত না।
ইকো-থ্রিলার ফিল্ম ‘ইরাদা’র অবস্থাও ‘রানিংশাদি.কম’-এর মত। এটি কয়েক সপ্তাহ আগে মুক্তি পাবার কথা ছিল। অপর্ণা সিং এবং নিশান্ত ত্রিপাঠীর পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, আরশাদ ওয়ার্সি, দিব্য দত্ত, সাগরিকা ঘাটকে এবং শারদ কেলকার। সপ্তাহান্ত পর্যন্ত চলচ্চিত্রটির আয় কোটি রুপির বেশ নিচে।
মুক্তি পাবার পর দ্বিতীয় মঙ্গলবার ‘জলি এলএলবি টু’ ফিল্মটি ১০০ কোটি রুপি ক্লাবের সদস্য হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।