Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিউজিক ভিডিও নিয়ে হাবিবের আপত্তি

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সিনেমার গান মিউজিক ভিডিও হিসেবে চালিয়ে দেয়া নিয়ে আপত্তি করেছেন সঙ্গীত শিল্পী হাবিব। সম্প্রতি ‘তুমি আমার’ শিরোনামে হাবিব ও ন্যান্সির গাওয়া একটি গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়। বলা হয়েছে, এটি তাদের মিউজিক ভিডিও, অথচ এটি একটি সিনেমার গান। হিমেল আশরাফ পরিচালিত সুলতানা বিবিয়ানা নামে একটি সিনেমায় প্লে ব্যাক করেছেন হাবিব ও ন্যান্সি। এতে পারফরম করেছেন বাপ্পী ও আঁচল। সম্প্রতি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় তুমি আমার-এর মিউজিক ভিডিও। এতে বিস্ময় প্রকাশ করেছেন হাবিব। তিনি বলেন, তুমি আমার নামের গানটি আমি সুলতানা বিবিয়ানা নামের সিনেমার জন্য করি, কোনো মিউজিক ভিডিও বানিয়ে সেটাকে হাবিবের মিউজিক ভিডিও নামে প্রচারণার জন্য নয়। আমাকে না জানিয়ে এ ধরনের কাজ করা খুবই অপ্রত্যাশিত। আমার মিউজিক ভিডিও হলে সেই ভিডিওতে আমি নিজেই থাকব। আমাকে না জানিয়ে এভাবে মিউজিক ভিডিও বলে চালিয়ে দেয়া উচিত হয়নি।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ