Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সিদ্ধিরগঞ্জে জামায়াত নেতার ছেলেসহ গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামের নেতা আব্দুর রহমানের ছেলে অ্যাডভোকেট আবুল কাসেমসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্য দু’জন হলেন সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মো: ইরফান ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শাহপুর মোসলেম বেপারীর ছেলে মো: মফিজুল ইসলাম। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (সার্বিক) মুহাম্মদ শরাফত উল্লাহ জানান, মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড এলাকার আব্দুর রহমানের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) মো: আবুল হোসেন ও এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা জামায়াত-শিবিরের সক্রিয় কর্মী এবং তাদের কাছ থেকে সংগঠনটির সদস্য সংগ্রহ ফরম ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে। ওসি আরো জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কাজের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ