Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১২

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি ফার্মেসিসহ তিনটি দোকানঘরের ভেতর ঢুকে পড়ে। এতে দোকান মালিকরা প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন বাসের ১০-১২ জন যাত্রী। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী স্কয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আতহদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা অতিরিক্ত যাত্রী বোঝাই ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কয়ার এলাকায় মহাসড়কের পাশের একটি ফার্মেসি ও দুইটি মুদিদোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় হাফসা ফার্মেসির মালিক মুক্তার হোসেন, মুদিদোকানদার সিরাজ ও মোস্তফা ভুইয়া প্রাণে রক্ষা পেলেও তিনটি দোকানের প্রায় ৪-৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত যাত্রীদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ