রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ফুলপুর পৌরসভার সাহাপুর গ্রামে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও গুলি বিদ্ধসহ ২ জন আহত হয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ফুলপুর পৌর এলাকার গোদারিয়া গ্রামের আলাল উদ্দিনের মেয়ে অর্জিনার সাথে প্রায় সাড়ে ৩ বছর আগে হালুয়াঘাট উপজেলার আয়নাতলী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল মালেকের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর আব্দুল মালেক ফুলপুরের মামুদপুর গ্রামে সন্ত্রাসী কর্মকা- চালানোর সময় ২টি অস্ত্র (রিভলভার) ও গুলিসহ পুলিশ আটক করে। প্রায় ১৫ দিন আগে সে জামিনে মুক্ত হয়ে মঙ্গলবার রাতে গোদারিয়া গ্রামে সঙ্গীয় লোকসহ স্ত্রীকে নিতে আসে। এ সময় স্ত্রী অর্জিনাকে বাড়িতে না পেয়ে এবং তাকে স্ত্রী কর্তৃক তালাকের কথা শুনে শ্বশুর আলালের ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে আসায় পাশের বাড়ির আব্বাছ আলীর পুত্র রফিকুল ইসলামকে মোটরসাইকেলে চাপা দিয়ে আহত করে। এর প্রতিবাদ করায় রফিকুলের ভাই শফিকুল ইসলামকে সন্ত্রাসী আব্দুল মালেক পেটে গুলি করে গুরুতর আহত করে। পরে আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে অপর ২ জন সঙ্গীসহ মোটরসাইকেলে পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।