রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মুক্তিযোদ্ধাদের গণকবরের সড়ক দখল করে সমাধির প্রাচীর করার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধাদের নামে উৎসর্গ করা সড়ক দখল হয়ে যাওয়ায় স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন। এ বিষয়ে সড়ক দখল মুক্ত করার দাবি জানিয়ে লিখিত আবেদনও করা হয়েছে পৌর কার্যালয়ে। ঈশ্বরগঞ্জ পৌর এলাকার তারুন্দিয়া-ঈশ্বরগঞ্জ সড়কের দত্তপাড়া এলাকায় মুক্তিযোদ্ধাদের একটি নির্ধারিত কবরস্থান রয়েছে। কবর স্থানটিতে যাওয়ার জন্য কোনো রাস্তা না থাকায় স্থানীয় ওয়ায়েদুর রহমান নাকের এক ব্যক্তি মুক্তিযোদ্ধাদের কবরস্থানে যাওয়ার জন্য জমি দেন। সড়ক তৈরির জন্য তিনি ৮ ফুট জমি দিলে তারুন্দিয়া-ঈশ্বরগঞ্জ সড়ক থেকে কবরস্থান পর্যন্ত রাস্তাটি করা হয়। নির্মিত রাস্তাটির নাম দেওয়া হয় মুক্তিযোদ্ধা সড়ক। এই সড়কের প্রবেশ মুখে সমাহিত করা হয় কবি আবদুল হাই মাশরেকীকে। কবরকে ঘিরে সমাধি সৌধ নির্মাণ করতে গিয়ে সড়কের প্রায় ৩ ফুট জায়গা দখল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয় পৌর সভার কাউন্সিলদের সমন্বয়ে একাধিক সালিশের আয়োজন করা হয় বিষয়টি সমাধানের জন্য। বিষয়টি সমাধানের জন্য একাধিক বার সালিশ ও মাপজোপের আয়োজন করেন তারা। কিন্তু এতে কবির ছেলেরা কেউ আসেনি। ঈশ্বরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র খলিলুর রহমান বাচ্চু বলেন, এলাকাবাসীর উপস্থিতিতে বিতর্কিত জমিটি মাপজোপ করে চিহ্নিত করা হয়েছে। এতে কবি আবদুল হাই মাশরেকীর সমাধি সৌধের কিছু অংশ পড়ে। ওই অবস্থায় জমি দেওয়া ব্যক্তিকে বিতর্কিত সমাধির প্রাচীর অপসারণের জন্য লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পৌর আইন অনুযায়ী রাস্তা রেখে করার কথা থাকলেও তা করা হয়নি। তিনি অভিযোগ করেন, সরকারী অনুদান এনে কবির ছেলেরা এখানে বিতর্কিত পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, সড়কের জমি দখল মুক্ত করে দিতে কবির ছেলেদের বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।