Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে আ.লীগের একপক্ষ অপরপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বুধবার সকাল ১১টার সময় আ.লীগের প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আ.লীগ কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, গতকাল বুধবার উপজেলা আ.লীগের উদ্যোগে গাজীপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজকে শ্রীপুর পৌর মুক্তমঞ্চে গণসংবর্ধনা দেয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় এমপি পুত্র আলহাজ জামিল হাসান দুর্জয়ের নেতৃত্বে জেলা আ.লীগের সাধারণ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা করে তার সংবর্ধনা সভা প্রতিরোধের ঘোষণা দেয়ার পর স্থানীয় প্রশাসন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণসংবর্ধনা সভা স্থগিত করেন। প্রতিবাদ সভায় পৌর আ.লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম ম-ল বুলবুলের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ এড. শেখ মো: নজরুল ইসলাম, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আলহা¡ আহসান উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি জোবায়ের আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, কৃষক লীগের সভাপতি আলহাজ কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম বুলবুল, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল করিম ও পৌর শ্রমিকলীগের সভাপতি লিটন ফকির প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ