Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে সাড়ে ছয়মাস পর কবর থেকে লাশ উত্তোলন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ৬:০৫ পিএম

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : মির্জাপুরে সাড়ে ছয়মাস পর কবর থেকে রবিন খান নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বরাটি গ্রাম থেকে তার লাশ উত্তোলন করা হয়।

পুলিশ জানায়, ভাদগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামের আরফান খানের ছেলে রবিন খান গত বছর ১৬ আগস্ট গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন। কিন্তু রবিনের স্ত্রী রুবিনা বেগম স্বামীর এ মৃত্যুকে সন্দেহজনক মনে করে গত ৯ নভেম্বর টাঙ্গাইল কোর্টে ২০৩/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলায় রবিনের দুই ভাই আলম খান ও রুবেল খান বোন জামাই আব্দুর রহমান ও একই গ্রামের আব্দুল মালেককে আসামী করা হয়।

পরে কোর্টের নির্দেশে সাড়ে ছয়মাস পর বুধবার দুপুরে বরাটি গ্রামের কবরস্থান থেকে রবিনের লাশ উত্তোলন করে পুলিশ। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভাদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও রবিনের স্ত্রী রুবিনা বেগম উপস্থিত ছিলেন।

লাশ উত্তোলনের সময় রবিনের স্ত্রী সঙ্গে কথা হলে তিনি বলেন, রবিন মারা যাওয়ার কয়েক দিন আগে আসামীরা তাকে মারপিট করেছিল।

এ ব্যাপারে মির্জাপুর থানা পরিদর্শক তুহিন খান বলেন, কবর থেকে রবিনের ৩১ টুকরো হাড় উত্তোলন করে তা পুনঃময়না তদন্তের জন্য ময়মনসিংহ পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ