Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের বিশেষ দূত

কক্সবাজার অফিস | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:১৬ পিএম

কক্সবাজার অফিস : মিয়ানমার থেকে সদ্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবস্থা জানতে টেকনাফের লেদা, নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, শামলাপুর অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প ও নাফনদীর সীমান্ত পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এ বিশেষ দূত। এসময় তাকে মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে জানান লেদা ক্যাম্পের চেয়ারম্যান দুদু মিয়া ও সেক্রেটারি আমির হোসেন।

এছাড়াও অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঙ্গে ২ ঘণ্টাব্যাপী বৈঠক ও মিয়ানমার থেকে পালিয়ে আসার বিষয়ে রোহিঙ্গাদের লোমহর্ষক কাহিনী শুনেন বিশেষ দূত। জবাবে রোহিঙ্গারা বিশেষ দূতকে মিয়ানমার সরকারের সামরিক জান্তা ও রাখাইন সন্ত্রাসীদের নির্যাতন, নিরীহ মানুষকে ধরে নিয়ে গণহারে হত্যা, নারীদের ধর্ষণ, শিশুদের আগুনে নিক্ষেপ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা জানান।

এ সময় জাতিসংঘের বিশেষ দূতের সাথে ছিলেন, উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, এনজিও সংস্থা, আইওএম, ইউএনএইচসি আরের কর্মকর্তারা।

উল্লেখ্য, জাতিসংঘের বিশেষ দূত সোমবার বাংলাদেশে পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ